ডার্ট ৫। ছবি : ইন্টারনেট |
প্রতি বছর লস অ্যাঞ্জেলেসে ইলেক্ট্রনিক এন্টারটেইনমেন্ট এক্সপোতে (ইথ্রি) এক্সবক্স গেইম সংক্রান্ত নানা ঘোষণা দেয় মাইক্রোসফট। এ বছর ইথ্রি শো বাতিল হওয়ায় লাইভ স্ট্রিমিংয়ে নতুন কয়েকটি গেইমের সঙ্গে ভক্তেদের পরিচিত করায় মাইক্রোসফট।
বৃহস্পতিবার লাইভ স্ট্রিমিংয়ে বহুল প্রতিক্ষীত গেইম অ্যাসাসিনস ক্রিড : ভালহাল্লার অল্প কিছু ফুটেজ দেখায় তারা। তবে দেড় মিনিটের ট্রেইলার দেখে অ্যাসাসিনস ক্রিড ভক্তদের মন ভরেনি। গেইমটির আরও কিছু দৃশ্য তারা দেখতে চেয়েছিলেন।
এছাড়াও, এক্সবক্সে সিরিজ এক্সে যে গেইমগুলো খেলা যাবে সেগুলো হলো-
- রেসিং গেইম ডার্ট ৫। গেইমটি খেলা যাবে ফোরকে রেজুলেশনে।
- রহস্য ও ভৌতিক কাহিনী নিয়ে তৈরি হওয়া গেইম ‘দ্য মিডিয়াম’। গেইমটিতে অ্যাডভান্সড লাইটিং ইফেক্ট উপভোগ করা যাবে।
- কোঅপারেটিভ শুটার গেইম ‘সেকেন্ড ইক্সটিনকশন’। গেইমটিতে রূপান্তরিত ডাইনোসরের বিরুদ্ধে লড়তে হবে।
আরও কী কী গেইম এক্সবক্সে খেলা যাবে তা জানা যাবে জুলাইয়ে। ততদিন পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে ভক্তদের।
মাইক্রোসফটের গেইমিং কনসোল এক্সবক্স সিরিজ এক্স বাজারে আসবে এ বছরের শেষে।
No comments
Post a Comment