কল অব ডিউটি গেইমের দৃশ্য। ছবি : ইন্টারনেট |
লবি বড় করার মাধ্যমে রয়্যাল ব্যাটেলের আরও বেশি সংখ্যক গেইমার টানতে চাচ্ছে তারা। ২০০ জন একসঙ্গে চার জনের টিমে ভাগ হয়ে খেলতে পারবেন। ফলে একটি টিমকে ৪৯টি টিমের সঙ্গে প্রতিযোগিতা করে জিততে হবে। ফলে জেতার জন্য গেইমটিতে আরও বেশি সময় দিতে হবে।
সিজন ৪ রিলোডেড নামের আপডেটটি সোমবার উন্মুক্ত করা হয়। আপডেটটিতে আরও যুক্ত করা হয়েছে নতুন অস্ত্র, স্পটার স্কোপ ও সাপ্লাই রান নামের একটি চুক্তি। আগে থেকে যাদের ‘কল অব ডিউটি : মডার্ন ওয়ারফেয়ার (এমডাব্লিও)’ এবং অন্যান্য সংস্করণ চালু বা ইনস্টল আছে তাদের ডিভাইস ভেদে ওয়ারজোনের আপডেট সাইজ হবে ২২ জিবি থেকে ৩০ জিবি। কম্পিউটারের পাশাপাশি পিএস৪, এক্সবক্স ওয়ানে গেইমটি খেলা যাবে।
গত মার্চে ১৫০ প্লেয়ার একসঙ্গে খেলার সুবিধাসহ ‘কল অব ডিউটি : ওয়ারজোন’ সংস্করণটি উন্মুক্ত করা হয়।
No comments
Post a Comment