আপনার ব্লগে অটোমেটিক বিজ্ঞাপন দেখাতে, আপনাকে প্রথমে AdSense-এ অটোমেটিক বিজ্ঞাপন সেট-আপ করতে হবে এবং তারপর Blogger-এর মধ্যে আপনার ব্লগের HTML-এ অটোমেটিক বিজ্ঞাপনের কোড যোগ করুন।
শুরু করার আগে
- আপনার Blogger ডোমেনটি (যেমন, mysite.blogspot.com) আপনার AdSense অ্যাকাউন্টে যাচাই করা সাইট হিসেবে তালিকাভুক্ত আছে কিনা দেখে নিন। আপনার সাইটের তালিকা কীভাবে দেখবেন এবং নতুন সাইট কীভাবে যোগ করবেন সেই সম্বন্ধীয় আরও তথ্যের জন্য, AdSense-এ আপনার সাইট ম্যানেজ করুন দেখুন।
- Contempo, Notable, Soho, অথবা Emporio-এর মতো থিম ব্যবহার করুন যা সব ডিভাইসেই ভাল দেখতে লাগে।
- আপনি যদি এমন কোনও থিম ব্যবহার করেন যেটিতে আপনাকে মোবাইল ভার্সন বেছে নিতে হয় তাহলে না। মোবাইল ডিভাইসে ডেস্কটপ থিম দেখান বিকল্পটি বেছে নিতে ভুলবেন না এবং সব ডিভাইসেই দেখতে ভাল লাগে এমন একটি প্রতিক্রিয়াশীল থিম ব্যবহার করুন। (সবথেকে ভাল উদাহরণ হল ডায়নামিক ভিউ।)
দ্রষ্টব্য: আপনি যদি Blogger-এ আপনার থিম পরিবর্তন করেন তাহলে আপনার ব্লগে আবার অটোমেটিক বিজ্ঞাপনের কোড যোগ করতে ভুলবেন না।
আপনার ব্লগে অটোমেটিক বিজ্ঞাপনের কোড যোগ করা
- Blogger-এ সাইন-ইন করুন।
- উপরে বাঁদিকে, নিচের দিকে যাওয়ার তীরচিহ্নে ক্লিক করুন।
- যে ব্লগে অটোমেটিক বিজ্ঞাপন দেখাতে চান সেটিতে ক্লিক করুন।
- বাঁদিকের মেনুতে, থিম বিকল্পে ক্লিক করুন।
- আরও HTML এডিট করুন বিকল্পে ক্লিক করুন।
- আপনার HTML-এ
<head>
এবং</head>
ট্যাগের মধ্যে অটোমেটিক বিজ্ঞাপনের কোড কপি করে পেস্ট করুন। এটি কীভাবে করতে হয় জানা না থাকলে আমাদের কোড প্রয়োগ করার গাইড দেখুন। - থিম সেভ করুন বিকল্পে ক্লিক করুন।
১০-২০ মিনিটের মধ্যে আপনার পৃষ্ঠাতে অটোমেটিক বিজ্ঞাপন দেখানো শুরু হবে।
আপনি যদি ক্লাসিক থিম ব্যবহার করেন
আপনি আপনার ব্লগের জন্য ক্লাসিক থিম ব্যবহার করতে পারেন, তবে থিম ডিজাইনারের মতো অনেক নতুন ফিচারে আপনার অ্যাক্সেস থাকবে না। ক্লাসিক থিমে অটোমেটিক বিজ্ঞাপন করতে:
- বাঁদিকের মেনুতে, থিম বিকল্পে ক্লিক করুন।
- থিম HTML এডিট করুন বিভাগে যান।
- আপনার HTML-এ
<head>
এবং</head>
ট্যাগের মধ্যে অটোমেটিক বিজ্ঞাপনের কোড কপি করে পেস্ট করুন। এটি কীভাবে করতে হয় জানা না থাকলে আমাদের কোড প্রয়োগ করার গাইড দেখুন। - এবার থিম সেভ করুন বিকল্পে ক্লিক করুন।
No comments
Post a Comment